ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ম অমান্য

তিন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের দণ্ড-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
তিন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের দণ্ড-জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে নিয়ম অমান্য করায় তিন মাদকাসক্ত সেবা ও পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে জেল-জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৯ নভেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়।



অভিযানে ৩টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ৪ জনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে ২ জনকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হেলাল উদ্দিন (৩৯), মোহাম্মদ শহিদ (৩২), ফয়েজ আহম্মেদ এবং মোহাম্মদ মহসিন (৪৮)।

র‌্যাব-২ এর উপ-পরিচালক ড. দিদারুল আলম বাংলানিউজকে জানান, রাজধানীর কিছু সংখ্যক বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সরকারের নিয়ম-নীতি না মেনে মাদকাসক্তদের চিকিৎসাসেবার নামে  অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

তিনি আরো জানান, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের পরিচালনায় অভিযান চালানো হয়। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক প্রফেসর ডা. সামিউল ইসলাম সাদী অভিযানে সহায়তা করেন।

মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান ও চন্দ্রিমা মডেল টাউন এলাকায় নিউ তরী মাদকাসক্ত সেবা ও পুর্নবাসন কেন্দ্রে,  শান্তিনীড় মাদকাসক্তি ও পুর্নবাসন কেন্দ্র এবং ফিউচার মাদকাসক্তি ও পুর্নবাসন কেন্দ্রে অভিযান চালানো হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, অভিযানে ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রমাণ পাওয়া যায়- দু’টি মাদকসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা সুবিধা বলতে কিছুই নেই।

এছাড়াও রোগীর ওপর শারীরিক নির্যাতন, মাদকের ব্যবসা পরিচালনা ও রোগীর স্বজনদের কাছ থেকে ইচ্ছামতো অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

ড. দিদার আরো জানান, ওইসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, চিকিৎসা সরঞ্জাম পাওয়া যায়নি। দেখা যায়নি সেবার মূল্যমান তালিকা এবং স্বাস্থ্য অধিদফতরসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লাইসেন্স।

এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এনএইচএফ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।