ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা ‘রুটিন’ কাজ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা ‘রুটিন’ কাজ

ঢাকা: বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা জারির বিষয়টি ‘রেগুলার অ্যান্ড রুটিন’ কাজ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে তিনি এ কথা জানান।


 
সোমবার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা জানিয়েছেন।
 
মন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের প্রচেষ্টাকে ইতিবাচক ও সন্তোষজনক বলে জানিয়েছেন।
 
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র এই সম্পর্ক আরও জোরদার করতে চায়। আমরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরাজমান সম্পর্ক আরও উন্নত জায়গায় নিয়ে যেতে চাই।
 
মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা চায়। আমরাও এ বিষয়ে তাদের আশ্বস্ত করেছি।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন বলে বার্নিকাট জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এমএম/এমআইএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।