রাজশাহী: রাজশাহীতে বাসচাপায় নিহত অটোরিকশা যাত্রীর পরিচয় মিলেছে। তার নাম নকুর মণ্ডল (৪৫)।
সোমবার (০৯ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরের অদূরে শাহ মখদুম বিমানবন্দর এলাকায় হাবিব পেট্রোল পাম্পের সামনে বাসচাপায় অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও পাঁচ যাত্রী।
আরএমপির শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বাংলানিউজকে জানান, নিহত যাত্রীর পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে এ দুর্ঘটনায় আহত আকবর আলী (৩৪), মিনতি (৫০) ও তার মেয়ে চন্দনাকে (২০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি আবদুর রউফ।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসএস/এমএ