ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর বগুড়া সফর

কঠোর নিরাপত্তায় চলছে মঞ্চের নির্মাণ কাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
কঠোর নিরাপত্তায় চলছে মঞ্চের নির্মাণ কাজ ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: হাতে সময় আছে আর মাত্র তিনদিন। এরপর বগুড়ার মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



আগামী ১২ নভেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় যোগ দিতে বগ‍ুড়ায় যাচ্ছেন তিনি।

স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে এ জনসভা আয়োজনের প্রস্তুতি পুরোদমে চলছে। এই মুহূর্তে চলছে মঞ্চ নির্মাণের কাজ।  

আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টিনির মধ্যেই রাত দিন সমানভাবে কাজ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। আর তা তদারিকরা করছেন দলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা।

আর সভাস্থলের নিরাপত্তা দেখভাল করছেন আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
সোমবার (০৯ নভেম্বর) দুপুরে সভাস্থল ঘুরে দেখা যায়, মাঠের পূর্ব পাশে মঞ্চ নির্মাণের কাজ চলছে। শ্রমিকরা বাঁশ কাঠ দিয়ে ব্যস্ত সময় পার করছেন।

পুরো মাঠ ও আশেপাশের এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।

বগুড়া-শেরপুর ও জলেশ্বরীতলা সড়কের পাশ দিয়ে মাঠে ঢোকার চারটি পথে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। এরইমধ্যে এসব পথে জন সাধারণের চলাচল নিয়ন্ত্রণ কর‍া হচ্ছে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা বলেন, গত পাঁচদিন ধরে মঞ্চ নির্মাণের কাজ চলছে। প্রতিদিন গড়ে ১০-১২জন শ্রমিক মঞ্চ নির্মাণের কাজ করছেন।

প্রতিদিনই নির্ধারিত শ্রমিকের তালিকা পুলিশের কাছে দেওয়া হয়। এরপর তারা অনুমতি দিলে মাঠে কাজ করে শ্রমিকরা।

নির্ধারিত সময়ের মধ্যেই মঞ্চের যাবতীয় কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

টি জামান বলেন, জনসভার দিন আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের পক্ষ থেকে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।