বেনাপোল (যশোর): তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ওই দুই বাংলাদেশি হলেন মেহেরপুরের হাসনাবাদ কলোনির মোশারেফের ছেলে আলম হোসেন (২৫) ও মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার মোল্লারচর গ্রামের সুরুজ মোল্লার ছেলে কালাম মিয়া (৩০)।
পুলিশ জানায়, ভালো চাকরির আশায় দালালের মাধ্যমে ওই দুই যুবক অবৈধ্যভাবে সীমান্ত পথে ভারতে যায়। পরে দালাল চক্র তাদের ফেলে পালিয়ে এলে ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তাদের তিন বছরর কারাদণ্ড দেয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল এ প্রসঙ্গে বলেন, ওই দুই যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এটি