ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

২১ ও ২৩ বিজিবি ব্যাটালিয়নের নাম বদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
২১ ও ২৩ বিজিবি ব্যাটালিয়নের নাম বদল

বেনাপোল (যশোর): ২৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) ব্যাটালিয়নের নাম পরিবর্তন হয়ে ২১ বিজিবি ব্যাটালিয়ন করা হয়েছে। একই সঙ্গে ২১ বিজিবির নাম পরিবর্তিত হয়ে ২৩ বিজিবি ব্যাটালিয়ন হয়েছে।



দুই ব্যাটালিয়নের সৈনিকদের কর্মস্থল পরিবর্তন হয়েছে। তবে, অধিনায়ক পর্যায়ের কর্মকর্তাদের কর্মস্থল আগের পূর্বের স্থানেই রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর থেকে ব্যাটালিয়নের সৈনিকসহ অন্য কর্মকর্তারা কর্মস্থল পরিবর্তন করেছেন।

পূর্বের ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রহিম তিনিই বর্তমানে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২১ ব্যাটালিয়ন বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার কৃষ্ণ সোমবার রাত ৯টার দিকে বাংলানিউজকে বলেন, তিনি আগে ২১ ব্যাটালিয়নে পার্বত্য চট্টগ্রামে কর্মরত ছিলেন। সোমবার থেকে তিনি বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্পের দায়িত্ব গ্রহণ করেন। এই সীমান্তে ২৩ ব্যাটালিয়ন বিজিবি লেখা সব সাইনবোর্ড মুছে ২১ ব্যাটালিয়ন লেখার কাজ চলছে। আর বেনাপোল সীমান্তে পূর্বের ২৩ বিজিবি ব্যটালিয়নের সব সদস্য পার্বত্য চট্টগ্রামে ২৩ বিজিবি ব্যাটালিয়ন পরিচয়ে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

২১ ব্যাটালিয়নের (আগের ২৩ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম ব্যাটালিয়নের নাম পরিবর্তনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে ২১ ব্যাটালিয়ন (বর্তমান ২৩ ব্যাটালিয়ন) পার্বত্য চট্টগ্রামের  খাগড়াছড়ি জেলার অন্তর্ভুক্ত ছিল।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।