ঢাকা: রাজধানীর মগবাজারে এক নারী আত্মহত্যা করেছেন। রুপা আক্তার (২০) নামে ওই নারীর পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয়, তাকে মারধর করার ফলে মৃত্যু হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) বিকেলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, বিকেল ৫টার দিকে তার শ্বশুরবাড়ির লোকজন খবর দিলে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মামা জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ৫ বছর আগে দুবাই প্রবাসী মো. ডালিমের সঙ্গে তার বিয়ে হয়। তিনি এক সন্তানের জননী। রুপা তার শ্বশুর, শাশুড়ি ও ননদের সঙ্গে থাকতেন। তারা প্রায়ই ওকে সন্দেহ করতো এবং মারধর করা হতো। এ কারণে তার মৃত্যু হয়েছে।
ওসি মশিউর রহমান আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ০৯,২০১৫
এজেডএস/ওএইচ/আইএ