ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংসদকে কটাক্ষ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে। আগামী তিনদিনের মধ্যে টিআইবিকে ক্ষমা চেয়ে বলতে হবে, যে ভবিষ্যতে তারা এ ধরনের কাজ করবে না।
সোমবার (০৯ নভেম্বর) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ ধরনের কর্মকাণ্ড করলে টিআইবি অস্তিত্বহীন হয়ে যাবে। টিআইবিকে সাসপেন্ড করার ক্ষমতা সার্বভৌম জাতীয় সংসদের রয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘অশিক্ষিত ড. আমি তার নাম উল্লেখ করতে চাই না। তিনি সংসদকে পুতুল নাচের নাট্যশালা বলেছেন। তাহলে তারা কী বাদর নাচ নাচছেন?’
সুরঞ্জিত বলেন, ‘টিআইবি কী আইনের ঊর্ধ্বে? সংবিধান, সংসদ ও সরকারের ঊর্ধ্বে? টিআইবি অবশ্যই দায়বদ্ধ সংস্থা, আইন, সংবিধান ও সংসদের অধীন। এক চুলও বাইরে যাওয়ার সুযোগ নেই। ’
‘সার্বভৌম সংসদকে নিয়ে উদ্ধতপূর্ণ বক্তব্য দিয়ে টিআইবি সংবিধান লংঘনের পাশাপাশি চরম ধৃষ্টতা দেখিয়েছে,’ যোগ করেন পোড় খাওয়া এ রাজনীতিক।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসএম/এমএ/