ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাক’র সঙ্গে আরডিএ’র সমঝোতা চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
গাক’র সঙ্গে আরডিএ’র সমঝোতা চুক্তি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: গ্রাম উন্নয়ন কর্ম’র (গাক) সঙ্গে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে সেবা সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে উভয় প্রতিষ্ঠান সহযোগী হিসেবে কাজ করবে।


 
সোমবার (৯ নভেম্বর) বগুড়ার বনানীতে গাক’র প্রধান কার্যালয়ে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গাক’র নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন ও আরডিএ’র মহাপরিচালক এমএ মতিন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাক’র পরিচালক মুখলেসুর রহমান, রশিদুল ইসলাম, পরামর্শক মোবারক হোসেন তালুকদার, হজকিল মো. আবু হাসান, আরমান হোসেন, সানাউল হক এবং আরডিএ’র পরিচালক ড. একেএম জাকারিয়া, নজরুল ইসলাম খান, মাহমুদ হোসেন খান, ফিরোজ হোসেন, ড. আব্দুর রশিদ, ড. মুনসুর রহমান, সিএলপি প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. মাহবুব আলম।
 
অনুষ্ঠান পরিচালনা করেন গাক’র পরামর্শক খোরশেদ আলম। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক এম মোস্তফা কামাল, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্মকর্তা মাজেদুল হক, আব্দুল বাকি আকন্দ ও পঙ্কজ কুমার পাল উপস্থিত ছিলেন।
 
চুক্তি অনুযায়ী উভয় প্রতিষ্ঠান প্রযুক্তি বিনিময় করে কৃষি উন্নয়ন, গবাদি পশু পালন, কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভীর জাত উন্নয়ন, দুধ উৎপাদন ও ফুড প্রসেসিংয়ের মাধ্যমে প্রান্তিক এলাকার মানুষের দারিদ্র্য দূরীকরণে যৌথভাবে কাজ করবে।
 
সন্ধ্যায় গাক’র গণসংযোগ কর্মকর্তা ফরহাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।