ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার নসরৎপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত আমির হোসেনের বাড়ি উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামে।

ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান ফিরোজ নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, সকালে নসরৎপুর গ্রামের জহুরুল ইসলামের বাড়ির গাছের ডাল কেটে পরিষ্কার করছিলেন আমির। এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।