ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার নসরৎপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হোসেনের বাড়ি উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামে।
ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান ফিরোজ নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, সকালে নসরৎপুর গ্রামের জহুরুল ইসলামের বাড়ির গাছের ডাল কেটে পরিষ্কার করছিলেন আমির। এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসআই