ব্রাহ্মণবাড়িয়া: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর এলাকায় ডাকাতের কবলে পড়ে ওয়াকিটকি হারানো ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক বায়েজিদকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম প্রত্যাহারের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
ডিআইজি বলেন, গভীর রাতে নিজ কর্মস্থলের বাইরে যাওয়ার কারণ দর্শাতে ওই কর্মকর্তাকে নোটিশ পাঠানো হবে। এছাড়া পুলিশ সদর দপ্তরের (হেডকোয়ার্টার) নির্দেশে এ ঘটনার অধিকতর তদন্ত করতে আরেকটি তিন সদস্যের কমিটি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মাহাবুব আলম খান।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল-মামুনকে প্রধান করে জেলা পুলিশের ইন্টারনাল ডিসিপ্লিন সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়।
এদিকে, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রাফিক পরিদর্শক বায়েজিদের ওয়াকিটকি উদ্ধার হয়েছে কি না -এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, প্রথম দিকে গঠিত কমিটি তদন্ত শেষে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এরপর পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে মাধবপুর হয়ে ফেরার পথে স্থানীয় আদাউর বেইলি সেতু এলাকায় অটোরিকশা দিয়ে ব্যারিকেড তৈরি করে মাইক্রোবাসের গতিরোধ করে ডাকাতরা এলোপাথাড়ি কুপিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও পুলিশ কর্মকর্তার ওয়াকিটকি ছিনিয়ে নেয়।
ডাকাতের হামলায় ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক বায়েজিদ, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো চিফ পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যবসায়ী আমিন ও তার কর্মচারী লিটন মিয়া ও মাইক্রোবাস চালক মোস্তাক আহমেদ আহত হন।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমজেড