সিলেট: বেতন বৈষম্যের প্রতিবাদ ও পাঁচ দফা দাবিতে সিলেটে মানববন্ধন করেছেন ঔষধ কোম্পানির বিক্রয় কর্মীরা।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ আসোসিয়েশন সিলেট মহানগর শাখা।
মানববন্ধনে ৫ দফা দাবি তুলে ধরেন বক্তারা। এগুলো হলো- সরকারি নতুন বেতন স্কেল সপ্তম গ্রেডের সমপরিমান বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির কথা বিবেচনা করে টিএ-ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকরির নিশ্চয়তা ও নিরাপত্তা প্রদান, সরকার কর্তৃক নিবন্ধন ও স্বীকৃতি প্রদান এবং সাপ্তাহিক ছুটিসহ জাতীয় সকল ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ছুটি প্রদান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শরিফ জিলানী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এমএ চৌধুরী বাদল ও মহানগরের সমন্বয়ক বিশ্বরূপ রায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এনইউ/আরআই