ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে ৪ জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
সুন্দরগঞ্জে ৪ জুয়াড়ির কারাদণ্ড ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জুয়া খেলার সময় আটক চার জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  
 
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই মিলটন এ দণ্ডাদেশ দেন।

  
 
দুপুরে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।  
 
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের উত্তর কালির খামার গ্রামের বাবু শেখের ছেলে আকবর আলী (৪৫), একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আনারুল ইসলাম (৪০), সদর আলীর ছেলে মাহাবুব (৫০) ও একই ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের ইউনুস আলীর ছেলে তারেক হোসেন (২৫)।
 
কঞ্চিবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বাংলানিউজকে বলেন, স্থানীয় ছয়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বসে জুয়া খেলার সময় সোমবার সন্ধ্যায় চার জুয়াড়িকে আটক করা হয়।  
 
পরদিন সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আকবর আলীকে এক মাস ও বাকি তিনজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।