ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ১

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ সেলিম মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

মঙ্গলবার(১০ নভেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার  গোলজার হোসেনের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।



এর আগে, সোমবার (০৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী কাজিপাড়া এলাকা থেকে পিস্তলসহ সেলিম মিয়াকে আটক করা হয়।

আটক সেলিম মিয়া ভোলা জেলার লালমোহন থানার দেবিরচর এলাকার মৃত আলী হোসেনের ছেলে। তিনি বর্তমানে নোয়াপাড়া কাদির হাজীর বাড়িতে বসবাস করে আসছিলেন।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রূপসী কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম মিয়াকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, মোবাইল সেট উদ্ধার করে। সেলিম মিয়াকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।