ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জাবিতে দুই ছাত্রদল কর্মীকে ছাত্রলীগের মারধর, পুলিশে সোপর্দ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
জাবিতে দুই ছাত্রদল কর্মীকে ছাত্রলীগের মারধর, পুলিশে সোপর্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: নাশকতার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই কর্মীকে মারধর করেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মঙ্গলবার(১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে তাদের মারধর করা হয়।

পরে বিকেলের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুলিশে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রলীগের সভাপতি নওশাদ আলম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক সজীব কুমার সাহা, বিতর্ক বিষয়ক সম্পাদক মো. মাজেদ সীমান্ত, কার্যকরী সদস্য মো. রইসসহ ৭/৮জন কর্মী ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ থেকে ছাত্রদল কর্মী রফিকুল ইসলাম ও সাদ্দাম হোসেনকে ধরে পরিবহন চত্বরে নিয়ে আসে। তাঁরা দুজনই ৪১তম ব্যাচের ছাত্র ও রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী।

পরিবহন চত্বরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদের উপস্থিতিতে দুজনকে বেধড়ক মারধর করে নেতা-কর্মীরা। এরপর তাদের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। প্রক্টরিয়াল বডি তাদের দুজনকে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে মাহমুদুর রহমান বলেন, ভোরে সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ জন নেতা-কর্মী ক্যাম্পাসে নাশকতার চেষ্টা করে। আমরা বিষয়টি জানতে পেরে সেখানে অবস্থান নিলে তারা ছাত্রভঙ্গ হয়ে চলে যায়। পরে আমরা তাদের চিহ্নিত করে দুই জনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সোপর্দ করি।

সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বলেন, বছরের শুরুতে ক্যাম্পাসের বিশ মাইল এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় সন্দেহের ভিত্তিতে প্রশাসনের সিদ্ধান্তে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।