চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার দেবিদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোব) দুপুরে উপজেলার ভানী ইউনিয়নের আছাদনগর আমিরুল মোমেনিন নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভানী ইউনিয়ন চেয়ারম্যান আবদুল হান্নান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নুল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউনুছ মিয়া।
এছাড়াও দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান ভূইয়া জামাল, সাবেক চেয়ারম্যান আব্দুর রব মাঝি, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির সদস্য সচিব শাহাদাৎ হোসেন মিঠু, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ভূইয়া বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, সুলতানপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সরকার, এলাহাবাদ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য লিটন সরকার, ছাত্রনেতা সাইফুল ইসলাম শামীম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আবুল বাশার, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
২০ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের ভূঁইয়া বাড়িতে অগ্নিকাণ্ডে ১৭ পরিবারের ২৪টি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএইচ