জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ছেলের দুর্ঘটনার সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবিরুজ্জামান আক্কাস মাস্টার (৬৫) নামে জাতীয় পার্টির এক নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের পৌর শহরের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেলে করে বকশীগঞ্জ থেকে কামালপুর যাওয়ার পথে উপজেলা পরিষদের সামনে শ্যালোচালিত ট্রলির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন আবিরুজ্জামান আক্কাস মাস্টারের ছেলে তৌহিদুজ্জামান (২৮)।
তাকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এদিকে, ছেলের এ খবর শুনে বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ঐতিহ্যবাহী বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবিরুজ্জামান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসআর