ফরিদপুর: ফরিদপুরে হত্যা মামলার আসামি বাপ-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার আশুলিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হান্নান খান (৫০) ও তার ছেলে মেহেদী হাসান (২৪)।
তারা চাঁদপুর ইউনিয়নের চতরগ্রামের জলিল মোল্যা হত্যা মামলার আসামি।
পুলিশ জানায়, চলতি বছরের ২২ মে চাঁদপুর মহিলা মার্কেটের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুদি ব্যবসায়ী জলিল মোল্যাকে (৪৮) হত্যা করা হয়।
এ ঘটনায় জলিল মোল্যার স্ত্রী জলি বেগম বাদী হয়ে হান্নান ও তার ছেলে মেহেদীসহ সাত জনের বিরুদ্ধে ঘটনার পরদিন (২৩ মে) একটি হত্যা মামলা করেন। এরপর থেকে হান্নান ও মেহেদী পলাতক ছিলেন।
পরবর্তীতে মামলার তদন্তভার সিআইডির হাতে ন্যস্ত করা হয়।
ফরিদপুর সিআইডির পরিদর্শক শাহজাহান মিয়া এই দুই আসামিকে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার একটি চায়ের দোকান থেকে বাপ-ছেলেকে গ্রেফতার করা হয়।
বুধবার (১১ নভেম্বর) তাদের ফরিদপুর আদালতে পাঠানো হবে বলে জানান শাহজাহান মিয়া।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমএ/