ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বাস চাপায় রিকশাযাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
বরিশালে বাস চাপায় রিকশাযাত্রী নিহত

বরিশাল: বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে নেতাকর্মীদের নিয়ে ফেরার পথে এক বাসের চাপায় কবির মল্লিক (৪৫) নামে এক রিকশাযাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১টায় নগরীর বান্দ রোডের চাঁনমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত কবির মল্লিক বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার রাঢ়ীমহল এলাকার মৃত কাদের মল্লিকের ছেলে।

নিহতের চাচাতো ভাই দিপু জানান, দুপুরে কবির মল্লিক রিকশা করে ভাটারখাল থেকে চাঁনমারী এলাকায় যাচ্ছিলেন। এ সময় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বাসে করে ফিরছিলেন। বাসটি চাঁনমারী এলাকায় ওই রিকশাকে পেছন থেকে চাপা দেয়।

এতে কবির মল্লিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে  উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।