ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

তামাকজাত পণ্যে উৎপাদনের তারিখ-উপাদান উল্লেখের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
তামাকজাত পণ্যে উৎপাদনের তারিখ-উপাদান উল্লেখের দাবি ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সব ধরনের তামাকজাত পণ্যে উৎপাদনের তারিখ, পণ্য তৈরির উপাদান ও পণ্যের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখের দাবি জানিয়েছেন ভোক্তা অধিকার আন্দোলনের নেতারা।
 
বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা এ দাবি জানান।


 
বক্তারা বলেন, যেকোনো পণ্য ক্রয়ের সময় পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং বিদ্যমান উপাদানের নাম জানাটা একজন ভোক্তার জন্য অত্যন্ত জরুরি। এটা ব্যবসার নৈতিক ও আইনগত ভিত্তি।

মেয়াদোত্তীর্ণ পণ্য ক্রেতাই ক্রয় করেন না। যারা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করেন তারাও শাস্তিযোগ্য অপরাধ করে থাকেন।
 
বক্তারা আরও বলেন, দেশে ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পাস হয়েছে। কিন্তু সে আইনের আজও কোনো প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে না। এ আইন বাস্তবায়ন না হওয়ার কারণেই তামাকজাত পণ্য ব্যবহার করে দেশে অনেক মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছেন।

ভোক্তা অধিকার আইনের কার্যকর বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, সব ধরনের তামাকজাত পণ্যের গায়ে উৎপাদনে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে এবং তার মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্ট করে লিখতে হবে।
 
এছাড়া তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে পারলে দেশে তামাকজনিত মৃত্যুর হার কমে আসবে বলে মনে করেন বক্তারা।
 
এসময় বক্তব্য রাখেন ভোক্তা অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, মাদকবিরোধী সংগঠন ‘প্রত্যাশা’র সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, নাটাব’র প্রোগ্রাম ম্যানেজার একেএম খলিলুল্লাহ, ডাব্লিউবিডি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা সারমিন আক্তার ও গ্রিনমাইন্ড সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এমআইকে/এসআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।