ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় ঐক্যের দাবি গণফোরামের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
জাতীয় ঐক্যের দাবি গণফোরামের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে সংকটকালীন অবস্থা থেকে উত্তোরণের জন্য জাতীয় ঐক্যের দাবি জানিয়েছে গণ ফোরাম।
 
বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধনে তারা এ দাবি জানান।


 
বক্তরা বলেন, সহিংসতা আজ দেশে মহামারি আকার ধারণ করেছে। নারী-শিশু কেউ আজ নিরাপদ নয়। দেশে এখন কঠিন অবস্থা চলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে আইন-শৃঙ্খলার কাজে যারা নিয়োজিত তারাও নিরাপদ নয়। সহিংসতা পরিহার করে ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য গড়ার কোনো বিকল্প নেই।
 
সব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে নেতারা  বলেন, হত্যাকারীরা একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। আর বিচার না হওয়ার কারণেই হত্যার মিছিল দিনদিন বাড়ছে।
 
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এমআইকে/এসআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।