ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে সব দলের অংশগ্রহণ দাবি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
স্থানীয় সরকার নির্বাচনে সব দলের অংশগ্রহণ দাবি

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনে অনিবন্ধিত দলগুলোকে অংশগ্রহণ করার দাবি জানিয়েছেন ভোটার ঐক্য’র নেতারা।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান তারা।



এ সময় বক্তব্য রাখেন, ন্যাপ ভাসানী চেয়ারম্যান ও ভোটার ঐক্য’র আহ্বায়ক মোসতাক আহমেদ ভাসানী।

তিনি বলেন, সরকার দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা তাকে স্বাগত জানাই।

তবে এ নির্বাচনে যাতে সব রাজনৈতিক দল অংশ নিতে পারে সেজন্য আমরা সরকার ও নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভোটার ঐক্য’র সদস্য সচিব মো. হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক শোয়েব চৌধুরী, কাজী মাছুম আহমেদ, হাসান মিয়াসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএস/ওএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।