জাতীয় সংসদ ভবন থেকে: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা যা ছিল তাই থাকবে, অর্থাৎ সাধারণ প্রার্থীদের জন্য ৩০ বছর; ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৩২ বছর।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন-উত্তরকালে সরকারদলীয় সদস্য নুরুল ইসলাম ওমরের তারকা চিহ্নত প্রশ্ন-২১’র জবাবে সংসদ নেতা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে সরকার মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছরে উন্নীত করেছে।
সরকার দলীয় আরেক সদস্য এ কে এম রহমতুল্লাহ অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের চাপ কমাতে পিপিপি’র মাধ্যমে নাগরিক সুবিধাসহ ৩টি স্যাটালাইট শহর তৈরির জন্য ডিপিপি প্রণয়ন করা হয়েছে। প্রকল্প তিনটি হলো- মুন্সীগঞ্জ জেলার ইছামতি-সিরাজদিখান স্যাটালাইট টাউন উন্নয়ন, ঢাকা জেলার ধামরাইয়ে বংশী–ধামরাই স্যাটালাইট টাউন উন্নয়ন ও মানিকগঞ্জ জেলায় ধলেশ্বরী–সিংগাইর স্যাটালাইট টাউন উন্নয়ন প্রকল্প। তাছাড়া ঢাকা মহানগরীর পাশের কামরাঙ্গী চরকে পরিকল্পিতভাবে উন্নয়নের জন্য রাজউক কর্তৃক একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি স্যাটেলাইট শহর বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে সাইট সিলেকশন করা হয়েছে এবং ডিপিপি প্রণয়নের কাজ চলামন রয়েছে।
তিনি বলেন, বর্তমানে প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাই-বাছাই এবং নীরিক্ষা কাজ চলমান আছে। প্রকল্পগুলোর সম্ভাব্যতা ইতিবাচক হলে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে এবং যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএম/এসকে/আইএ
** বেসামরিক বিমানে লাভ
** সন্ত্রাস দমনে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছি