ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ক্যাবল ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
খিলগাঁওয়ে ক্যাবল ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

ঢাক: রাজধানীর খিলগাঁওয়ে ক্যাবল ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে হাফেজ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম পলাশ। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল বাংলানিউজকে জানান, খিলগাঁওয়ের নবীনবাগ এলাকায় কালামের গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।     

জানা যায়, ক্যাবল ব্যবসার টাকা কালেকশন নিয়ে হাফেজ ও রাসেল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাসেলের গ্রুপের লোকজন এসে হাফেজসহ আহত পলাশকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাফেজকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
 
বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫/ আপডেট: ১০১২ ঘণ্টা
এনএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।