ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় বাসচাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আলমডাঙ্গায় বাসচাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু ছবি: প্রতীকী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বাসচাপায় আলিম (৬৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কালিদাসপুর লাল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত আলিম আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ পাড়ার বাসিন্দা।
 
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, আলিম সকালে বাইসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  
 
নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।