ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
রায়পুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সবুজ (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব চরপাতা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



মৃত সবুজ পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামের ননা মিয়ার ছেলে। তিনি ১০ বছর ধরে পূর্ব চরপাতা গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের বাগানের একটি গাছে সবুজের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী লিলু বেগম বাংলানিউজকে বলেন, পারিবারিক বিষয় নিয়ে সবুজের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। তিন ছেলে-মেয়ে নিয়ে অভাব-অনটনের মধ্যে খুব কষ্টে সংসার চলছিল। এ কারণে তার স্বামী আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন তিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান বাংলানিউজকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।