ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উত্ত্যক্তের দায়ে ৪ বখাটের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
উত্ত্যক্তের দায়ে ৪ বখাটের জেল-জরিমানা ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জেএসসি পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের উত্ত্যক্ত করায় তিন বখাটের জরিমানা ও একজনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট চৌধুরী রওশন ইসলাম এসব আদেশ দেন।



জেল-জরিমানার দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের ককিল জোয়ার্দ্দারের ছেলে সম্রাট জোয়ার্দ্দার (১৮), আমজাদ হোসেনের ছেলে সোহান হোসেন (১৭), নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল মোল্লার ছেলে শামীম মোল্লা (১৮) ও শেরপুর গ্রামের আমজাদ আলীর ছেলে রেজা (১৭)।
 
শৈলকুপা থানার উপ-পরির্দশক (এসআই) বিশ্বজিৎ কুমার বাংলানিউজকে বলেন, উপজেলার বেনীপুর মাধ্যমিক বিদ্যালয় ও শৈলকুপা বালিকা বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন কয়েকজন বখাটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে চার যুবককে আটক করা হয়।
 
পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শামীম মোল্লাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সম্রাট, সোহান ও রেজাকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।