ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি ডেনিম পণ্যে আকৃষ্ট ক্রেতারা

ঊর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
বাংলাদেশি ডেনিম পণ্যে আকৃষ্ট ক্রেতারা ছবি: জি এম মুজিবুর রহমান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ডেনিম এক্সপো-২০১৫ মেলায় বিদেশি ক্রেতারা অন্যান্য দেশের ডেনিম পণ্যের তুলনায় বাংলাদেশি ডেনিম পণ্যের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন।

দুই দিনব্যাপী মেলার শেষ দিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‘ডেনিম এক্সপারর্ট’ স্টলে ক্রেতাদের ভিড় লক্ষ্য দেখা যায়।

শুধু ডেনিম এক্সপার্টই নয় বাংলাদেশি অন্যান্য ১২টি স্টলেও ক্রেতারা ভিড় করেন।
 
ডেনিম এক্সপার্ট-এর সুলতানা বাংলানিউজকে বলেন, ক্রেতারা আসছেন দেখছেন। বাংলাদেশি ডেনিমের মান ভালো। আর তাই ক্রেতাদের সাড়াও ভালো পাওয়া যাচ্ছে।

অন্যদিকে ১৬ নম্বর স্টলে রযেছে বাংলাদেশি কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের ডেনিম পণ্য। বিভিন্ন দেশ থেকে ক্রেতারা এসে যেন মুগ্ধ এসব পণ্য দেখে।

এনভয়-এর প্রতিনিধিরা জানান, বাংলাদেশি ডেনিমের মান যেমন অন্যদের থেকে ভালো ঠিক তেমনি দামও অন্যদের তুলনায় কম। তাই নামকরা ক্রেতারা আমাদের দিকেই ঝুঁকছেন বেশি। যা আমাদের জন্য ভালো।

এক্সপোর ২৯ নম্বর স্টলে রয়েছে নাসাতাই পাই ডেনিম লিমিটেড। নাসা তাইপাই এ দেখা মেলে জার্মান ক্রেতাদের। নাসাতাই পাই-এর প্রতিনিধিরা জানান, বিদেশি ক্রেতাদের উল্লেখযোগ্য সাড়া আমরা পাচ্ছি। তারা আমাদের পণ্যে সন্তুষ্ট। স্পট অর্ডার পাওয়ার সম্ভাবনা তো রয়েছেই। তার থেকে বড় কথা এসব ক্রেতাদের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে যা আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে।


ক্রেতাদের উপস্থিতিতে সন্তুষ্ট এক্সপো কর্তৃপক্ষ। বাংলাদেশ ডেনিম এক্সপোর নির্বাহী পরিচালক মুস্তাফিজ উদ্দিন বলেন, আমরা প্রচুর ক্রেতাদের সাড়া পাচ্ছি। চলতি বছর মে মাসেও আমাদের দুই দিনব্যাপী ডেনিম এক্সপো হয়েছিলো। প্রায় ৭৬৩ কোম্পানির সাড়া পেয়েছিলাম। এবার এর থেকেও বেশি কোম্পানির সাড়া পাবো বলে আশা করছি। সর্বশেষ এক্সপোতে আমরা দুই হাজারের বেশি দর্শনার্থীর সাড়া পেয়েছিলাম। এবার তার সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে যাবে বলেও আশা করছি।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আইসিসিবিতে দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো-২০১৫ শুরু হয়। ডেনিম এক্সপোতে ৪০টি দেশের ক্রেতা-বিক্রেতারা অংশ নিয়েছেন। এক্সপোতে ৪০টি স্টলের মধ্যে বাংলাদেশের ১৩টি স্টল রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
ইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।