ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে কানাডার সন্তোষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে কানাডার সন্তোষ বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনোয়ে পিয়েরে লারামি

ঢাকা: নিজেদের নাগরিকদের বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের সতর্কতা থাকলেও বিদেশিদের নিয়ে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনোয়ে পিয়েরে লারামি।
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের সন্তুষ্টির কথা জানান কানাডিয়ান হাই কমিশনার।


 
হাই কমিশনার বলেন, তারা (যুক্তরাষ্ট্র) কী বললো সেটা বিষয় নয়, বর্তমানে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হচ্ছে। বিদেশি নাগরিকদের নিরাপত্তায় সরকার যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। সরকারের পদক্ষেপে আমরা সন্তুষ্ট।
 
তারানা হালিমের সঙ্গে টেলিকম খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান লারামি।
 
বৈঠকে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের বাংলাদেশ সফরে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন সতর্কতা জারি করে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।