ঢাকা: বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে ‘এ ডিফরেন্ট রোমিও-জুলিয়েট’। ঢাকা থিয়েটার ও যুক্তরাজ্যের গ্রেয়াই থিয়েটার যৌথভাবে বাংলাদেশের তরুণ প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে নাটকটি মঞ্চস্থ করবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্রিটিশ কাউন্সিল গ্রন্থাগারে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা থিয়েটারের ডিরেক্টর নাসির উদ্দিন ইউসুফ (বাচ্চু) ও গ্রেয়াই থিয়েটারের ডিরেক্টর জেনি সিলি বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ব বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের চারশ’তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্বব্যাপী ব্রিটিশ কাউন্সিল ‘শেক্সপিয়র লিভস’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। যার অংশ হিসেবে বাংলাদেশে প্রতিবন্ধী তরুণদের অংশগ্রহণে আগামী বছর ২৬ মার্চ শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চস্থ হবে।
সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন ইউসুফ বলেন, শেক্সপিয়রের কাজের উপর ভিত্তি করে নির্মিত নাটকটিতে যারা কাজ করেছেন তারা ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড’। আমাদের প্রতিবন্ধী সন্তানেরাও যে সব পারে এ নাটকটি আবারও তা ভাবতে শেখাবে।
এরকম একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই গর্বিত। এসময় তিনি নাটকটি নির্মাণ শুরুর দিকের বিভিন্ন ঘটনারও স্মৃতিচারণ করেন।
জেনি সিলি বলেন, বাংলাদেশে বধির ও অন্যান্য চ্যালেঞ্জডদের নিয়ে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। নাটকটি সবাইকে ভালোবাসার এবং ভালোবাসা পাওয়ার মতো একটি পৃথিবীর স্বপ্ন দেখাবে।
সংবাদ সম্মেলনে নাটকটির বিভিন্ন কলাকুশলী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এইচআর/জেডএস