ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

রাসিকের লক্ষ্যমাত্রা ৬০ হাজার শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
রাসিকের লক্ষ্যমাত্রা ৬০ হাজার শিশু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মহানগরীর শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি হাতে নিয়েছে। এবার মহানগর এলাকায় ৬০ হাজার ১৩৮ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাসিক।



ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম এ তথ্য জানান।  

এসময় দায়িত্বপ্রাপ্ত মেয়র বলেন, শিশুদের সুস্থ্যভাবে বেড়ে ওঠার জন্য রাজশাহীসহ সারাদেশেই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ১৪ নভেম্বর (শনিবার)। এবার বাদ পড়া শিশুদের পরবর্তী সময়ে ক্যাপসুল খাওয়ানোর জন্য আর কোনো সুযোগ নেই। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া মহানগরীর ৩০টি ওয়ার্ড কার্যালয়ে রাত ৮টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। বিষয়টি জানিয়ে এরই মধ্যে প্রচারণা চালানো হচ্ছে।

এক প্রশ্নের জবাবে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম বলেন, ক্যাম্পেইন সফল করতে প্রতিটি ওয়ার্ডে কার্যক্রম সম্পর্কে মাইকিং করা হচ্ছে। শুক্রবার (১৩ নভেম্বর) জুম্মার দিন খুতবার আগে মহানগরীর সব মসজিদে বিষয়টি জানিয়ে বিশেষ ঘোষণা দেওয়া হবে। প্রতিটি ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে সচেতনতা সৃষ্টির কাজ করছে বলে জানান তিনি।

এ সময় রাসিকের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম সাংবাদিকদের জানান, ওইদিন সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে স্থায়ী কেন্দ্রের সংখ্যা ৩৪৩টি এবং ভ্রাম্যমাণ ৪১টি।   

এসব কেন্দ্রে ৬ থেকে ১১ মাসের ছয় হাজার ৮৬৩ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৩ হাজার ২৭৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মহাগরীর প্রতিটি কেন্দ্রে তিনজন করে সর্বমোট এক হাজার ১৫২ জন স্বেচ্ছাসেবী এ কাজে নিয়োজিত থাকবেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। পরিচালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কাজী আমিরুল করিম।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।