ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার জোড়া মাথার নবজাতক এখন ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ার জোড়া মাথার নবজাতক এখন ঢামেকে

ঢাকা: হাত দু’টো, পাও দু’টো। তবুও দৃষ্টি আটকে যাচ্ছে শিশুটির ওপর।

কথা হারিয়ে ফেলছেন যে-ই দেখছেন। বলা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া জোড়া মাথার এক নবজাতক শিশুর কথা। চিকিৎসার জন্য শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দিনগত রাতে শিশুটিকে ঢামেকে নিয়ে আসেন তার বাবা-মা। শিশুটির মায়ের নাম ফেরদৌসি বেগম (৩০)। আর বাবার নাম জামাল উদ্দিন। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা চৌমুহনী এলাকায়।

এর আগে একইদিন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় শিশুটির।

নবজাতকের ব্যাপারে ঢামেকের শিশু ওয়ার্ডের অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন খান বাংলানিউজকে জানান, সে চার চোখে তাকিয়ে থাকে আর দু’ই মুখে কাঁদে। শিশুটির ওজন তিন কেজি। বর্তমানে সে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে। তার ফুসফুসের অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

নবজাতকের বাবা জামাল মিয়া বলেন, আমি কৃষি কাজ করি। এই সন্তানের আগে আমার দু’ই মেয়ে আছে। আমি হতদরিদ্র। শুধুমাত্র ১৫০০ টাকা নিয়ে আমি ঢাকা শহরে এসেছি। কোথায় কি করতে হবে, কোথায় যেতে হবে কিছুই জানি না আমি।

তিনি আরও জানান, কোনো স্বহৃদয়বান ব্যক্তি তাকে সাহায্য করতে চাইলে ০১৯৬৪৪৯১৬৩১ নম্বরে যোগাযোগ করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এজেডএস/আরএইচএস/আরএইচ

** জোড়া মাথার কন্যাশিশুর জন্ম!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।