ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শুক্রবার বরিশালে প্রথমবারের মতো মিনি ম্যারাথন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
শুক্রবার বরিশালে প্রথমবারের মতো মিনি ম্যারাথন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে শুক্রবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিনি ম্যারাথন। বরিশাল স্কাই মিনি ম্যারাথন নামে এ প্রতিযোগীতায় অংশ নেওয়ার লক্ষ্যে এরই মধ্যে ৮৫ তরুণীসহ জন বিভিন্ন বয়স ও পেশার ৭শ নারী-পুরুষ রেজিস্ট্রেশন করেছেন।



সকাল ৭টায় বরিশাল নগর ভবনের সামনে থেকে শুরু হবে এ মিনি ম্যারাথন দৌড়। যা ৮ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় নগর ভবনের সামনে এসে শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের ম্যাধমে এসব বিষয় জানানো হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৭টায় বরিশাল নগর ভবনের সামনে থেকে ম্যারাথনের উদ্বোধন করবেন বরিশালের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশালের বিভাগীয় কমিশনার গাউস। এসময় উপস্থিত থাকবেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হকসহ প্রমুখ।

ম্যারাথনে অংশগ্রহণকারীদের শুক্রবার সকাল ছয়টার মধ্যে নগর ভবনে উপস্থিত হয়ে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে হবে।

নগরভবনের সামনে থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে নগরীর অশ্বিনী কুমার হল, জেলখানার মোড়, নতুন বাজার, চৈতন্য স্কুল মোড়, বাংলাবাজার মসজিদ মোড়, জেলা স্কুল মোড়, কাকলীর মোড় হয়ে নগর ভবনের সামনে গিয়ে সম্পন্ন হবে।

এরমধ্যে বিভিন্ন পয়েন্টে দৌড় বিদদের জন্য পানির ব্যবস্থা থাকবে এবং পুরো আয়োজনে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামসহ অ্যাম্বুলেন্স, মাইক্রেবাস, মিনিপিকআপ ও মোটরসাইকেল বহর থাকবে। পাশাপাশি সার্বিক নিরাপত্তায় নিজস্ব ভলান্টিয়ার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে ম্যারাথন আয়োজনের চেয়ারম্যান বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম বলেন, ১৯ ডিসেম্বর বান্দারবানে অনুষ্ঠেয় স্কাই ম্যারাথন সফল করতে ৮ বিভাগে তারা মিনি ম্যারাথনের আয়োজন করছেন।

যার ধারাবাহিকতায় শুক্রবার সকাল ৭টায় বরিশালে বরিশালে অনুষ্ঠিত হবে এই ম্যারাথন দৌড়। এতে নারী-পুরুষসহ ৭শতাধিক ব্যক্তি নিবন্ধন করেছেন।

মুসা অরো বলেন, তাদের লক্ষ্য হচ্ছে জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি বাংলাদেশ বিশ্বে ক্রীড়াবিদ জাতি হিসেবে পরিচিতি লাভ করুক। এজন্য তিনি দেশের বাইরের বন্ধুদের ও দূতাবাসের মাধ্যমে বিদেশি দৌড়বিদদের বাংলাদেশের বান্দারবানে অনুষ্ঠিত হতে যাওয়া স্কাই ম্যারাথনে অংশ নেওয়ার কথা জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুগান্তর বরিশাল ব্যুরো প্রধান আখতার ফারুক শাহীন, এভারেস্ট একাডেমির সিইও রাফা উদ্দিন সিরাজি, এ ফর অ্যাডভেঞ্চারের সিইও সৈয়দ নাজমুস শাকিবসহ অন্যরা।

এভারেস্ট একাডেমি, যুগান্তর স্বজন সমাবেশ, এ ফর অ্যাডভেঞ্চার সম্মিলিতভাবে এ ম্যারাথন আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।