ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভাষানটেকে দখলমুক্ত হলো ছ্ন্নিমূলদের ফ্ল্যাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
ভাষানটেকে দখলমুক্ত হলো ছ্ন্নিমূলদের ফ্ল্যাট

ঢাকা: রাজধানীর ভাষানটেক এলাকায় ছিন্নমূলদের জন্য ‘ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের’ নির্মিণাধীন ১২টি ফ্ল্যাট দখলমুক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।


 
ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে ডিএমপি কমিশনারের সার্বিক সহযোগিতায় এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মদ মশিউর রহমান।

এ সময় ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামসহ অন্য ঊর্ধ্বতন কর্মর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
জেডএফ/আরএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।