ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
ময়মনসিংহে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা

ময়মনসিংহ: ময়মনসিংহের শহরতলীর গন্ডফা বাইপাসের ইটভাটা এলাকায় নাদিরা আক্তার (১০) নামে এক স্কুল ছাত্রীকে ধরালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তবে প্রাথমিকভাবে এই হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

ময়মনসিংহ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বেলা ৪টার দিকে ইটভাটা এলাকায় একটি সাদা প্রাইভেটকার থেকে নাদিরার গলাকাটা মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত নাদিরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত নাদিরা আক্তার ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি কামরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪ (আপডেট: ১৭৪৯, ১৯২৫ ঘণ্টা)
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।