ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাহিত্যিক সাংবাদিক রণেশ দাশগুপ্ত স্মরণসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
সাহিত্যিক সাংবাদিক রণেশ দাশগুপ্ত স্মরণসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খেলাঘরের অন্যতম প্রতিষ্ঠাতা সাহিত্যিক সাংবাদিক রণেশ দাশগুপ্তের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় খেলাঘর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য নুরুর রহমান সেলিমের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন রণেশ দাশগুপ্তের ঘনিষ্ঠ সহকর্মী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুবুল আলম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য প্রণয় সাহা, আব্দুল মতিন ভূঁইয়া, কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী অমল নাগ প্রমুখ।



স্মরণসভা সঞ্চালনা করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য লোকমান আহমেদ আপর।  

স্মরণসভায় বক্তারা বলেন, রণেশ দাশগুপ্ত আজীবন একটি অসাম্প্রদায়িক মৌলবাদমুক্ত সাম্যবাদী সমাজ গড়ার প্রত্যয় নিয়ে লড়াই সংগ্রাম করে গেছেন। একজন তুখোড় সাংবাদিক, বিজ্ঞ সাহিত্যিক, অসামান্য প্রাবন্ধিক হিসেবে  রণেশ দাশগুপ্ত তার জীবনকালে সব সময়ই আশেপাশের মানুষকে শিখিয়ে গেছেন কিভাবে সৎ থেকে, নিজের আদর্শে অটল থেকে সমাজ পরিবর্তনের স্বার্থে ইতিবাচক কাজ করা যায়। সে লক্ষ্যেই ১৯৫২ সালের ২ মে কবি হাবিবুর রহমান, সত্যেন সেন, শহীদুল্লাহ কায়সারসহ বেশ কয়েকজন মুক্তচিন্তার মানুষকে নিয়ে রণেশ দাশগুপ্ত প্রতিষ্ঠা করেন খেলাঘর।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।