ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ‘অভিমানী’ তরুণীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
রাজধানীতে ‘অভিমানী’ তরুণীর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর জুরাইনে পারিবারিক বিবাদের কারণে মানসিক যন্ত্রণায় অভিমান করে ফারজানা চৌধুরী বিউটি (২২) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জুরাইনের মদিনা মসজিদ সংলগ্ন একটি বাসা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।



তার মা সুফিয়া বেগম বাংলানিউজকে বলেন, ফারজানার বাবা আবু তাহের বেশ কয়েকটি বিয়ে করেছেন। মেয়ের তিন বছর বয়সে আবু তাহের আমাদের রেখে যশোরে চলে যান। ফারজানা সিএ (চার্টার্ড অ্যাকাউন্টেসি) পড়তো। এ বছর যশোরে সে তার বাবার সঙ্গে দেখা করতে যায়। কিন্তু তিন ‍দিন অপেক্ষা করেও দেখা করতে পারেনি। সেখান থেকে ফেরার পর সবসময় তার মন খারাপ থাকতো। এখন আবু তাহের ছোট বউকে নিয়ে যশোরে থাকেন।

সুফিয়া বেগম বলেন, আবু তাহের চলে যাওয়ার পর জুরাইনে আমার ভাইদের বাসায় রয়েছি। কিন্তু ভাইদের কাছে আমার খাবারের অনেক টাকা বাকি হয়ে গেছে। এ নিয়ে আমার ভাইয়ের বউয়েরা প্রায়ই মেয়ের সঙ্গে খারাপ আচরণ করতো। এ কারণে সবসময় মন খারাপ থাকতো ফারজানার।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ এ বিষয়ে বাংলানিউজকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা নভেম্বর ১২, ২০১৫
এজেডএস/ওএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।