ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিএফইউজে'র দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
বিএফইউজে'র দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে'র দ্বি বার্ষিক সম্মেলন উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিরীন শারমিন চৌধুরী বলেন, সাংবাদিকেরা দেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনে তাদের লেখনীর মাধ্যমে সহযোগিতা করে আসছেন। দেশের অগ্রগতি উন্নয়নের সংবাদ পরিবেশন করেও বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি আরো বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন জাতীয় সংসদে ইতিমধ্যে পাশ হয়েছে, আশা করি শিগগিরই কল্যাণ ট্রাস্টের কার্যক্রম শুরু হবে। সাংবাদিকদের আবাসনসহ অন্যান্য দাবিসমূহ বাস্তবায়নেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্পিকার বলেন, পুরুষের পাশাপাশি নারী সাংবাদিকেরাও চ্যালেঞ্জিং এ পেশায় এগিয়ে আসছেন, প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়াতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সীমান্ত চুক্তি, এমডিজি বাস্তবায়ন, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তখন একটি অপশক্তি ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।

এ সময় তিনি বিভিন্ন সময় সাংবাদিক হত্যার বিচার দাবি করে বলেন, এখন পর্যন্ত একজন সাংবাদিক হত্যারও বিচার হয়নি। সাংবাদিক হত্যার বিচার না হলে মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে, গণতন্ত্র পরাজিত হবে। এই বিচারহীনতা আরো একটি হত্যাকে উৎসাহিত করবে।

তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষায় চুয়াত্তর সালে জাতির জনকের করা আইন ২০০১ সালে রহিত করা হয়। আইনটি প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুগোপযোগী করে আবার চালু করার দাবি জানাই।

বিএফইউজে'র সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি এজাজ ইউসুফ, বিএফইউজের সদস্য সচিব আব্দুল জলিল ভূইয়া প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন জেলার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এইচআর/এফবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।