ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে হাইডেলবার্গ-মেরিকোর লভ্যাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে হাইডেলবার্গ-মেরিকোর লভ্যাংশ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু

ঢাকা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের টাকা দিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট ও মেরিকো।
 
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে হাইডেলবার্গ সিমেন্টের বোর্ড অব ট্রাস্টি জসিম উদ্দিন চৌধুরী ৯৭ লাখ টাকা এবং মেরিকোর সিএফও ইকবাল চৌধুরী ৮৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন।


 
শ্রমসচিব মিকাইল শিপার ও উভয় কোম্পানির ঊধ্বর্তন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
 
শ্রম আইন ২০০৬ অনুযায়ী, কোম্পানির নিট লভ্যাংশের ৫ শতাংশের ১০ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিতে হয়।
 
সুইডেনের শ্রমমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্ন বলেছেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নেও সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সরকার কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি দুই শতাধিক পরিদর্শক নিয়োগ করা হয়েছে। অ্যাকর্ড, অ্যালায়েন্স ও আইএলও কারখানা পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করছে। দেশের সব কলকারখানাকে পরিদর্শনের আওতায় আনা হয়েছে।
 
সুইডেনের শ্রমমন্ত্রী ইরনি ইনামোর (lrene Wennemo) সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন চুন্নু।
 
সুইডেনের মন্ত্রীকে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের গার্মেন্টসসহ সব কারখানায় শ্রমিকরা এখন স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন করতে পারছে।
 
প্রতিমন্ত্রী পরিদর্শক ও শ্রমিকদের প্রশিক্ষণের জন্য সুইডেন সরকারের সহযোগিতা কামনা করেন। সুইডেনের মন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।