ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ফরিদপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ

ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে ধর্ষণের শিকার ওই কিশোরীর চাচা বাদী হয়ে চার বখাটের নামে সদরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।



অভিযুক্তরা হলেন- উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া হাওলাদার কান্দিগ্রামের ফিরোজ হাওলাদারের ছেলে টিটু হাওলাদার, খলিল শেখের ছেলে আজিজুল শেখ (২২), মোসলেম শেখের ছেলে মনির শেখ (২৪) ও মৃত ইসলাম শেখের ছেলে সুজন শেখ (২৮)।

মামলার বিবরণী থেকে জানা যায়, অভিযুক্ত টিটু হাওলাদারের সঙ্গে পাশের গ্রামের ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিশোরীর বাবা মারা যাওয়ার পর সে ঢাকায় তার খালার বাসায় চলে যায়। প্রায় এক বছর তাদের দু’জনের ফোনে যোগাযোগ ছিলো। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) টিটু বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকা থেকে চন্দ্রপাড়ায় নিয়ে আসে কিশোরীকে। সেখান থেকে টিটু তার বন্ধু আজিজুলের ফাঁকা বাড়িতে নিয়ে যায়। পরে টিটু তার বন্ধুদের নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

পরে তারা কিশোরীকে ওই রাতেই একটি পরিত্যক্ত বাড়িতে রেখে আসে। পরে কিশোরী তার ফুফুকে ফোন দেয়। ফোন পেয়ে ফুফু কিশোরীকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এদিকে ধর্ষণের শিকার ওই কিশোরী জানান, ওই সময় টিটু ও তার বন্ধুরা মোবাইল ফোনে ভিডিও করে রাখে। বিষয়টি কাউকে বললে ভিডিও ফাঁস করার হুমকি দেয় বখাটেরা।

এ বিষয়ে সদরপুর থানার পুলিশ পরিদর্শক হারুন অর রশীদ জানান, কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বর্তমানে ওই কিশোরী ফরিদপুর সেফহোমে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।