ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ছাত্রী হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ময়মনসিংহে ছাত্রী হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাদিরা আক্তারের হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (১৫ নভেম্বর) সকালে এ বিক্ষোভ মিছিল করা হয়।

নগরীর মাসকান্দা এলাকার স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহাসড়কে অবস্থান নেয়। পরে অবশ্য পুলিশ তাদের সরিয়ে দেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষার্থী নাদিরাকে ফুসলিয়ে প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে হত্যা করেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আবেদিন তুহিনের প্রাইভেটকার চালক মুন্না। পরে ওই রাতেই মুন্নাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।