ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ডাকাত নিহত

২ মামলায় আসামি ১২০০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
২ মামলায় আসামি ১২০০ ফাইল ফটো

ফরিদপুর: ফরিদপুরে গণপিটুনিতে চার ডাকাত নিহত হওয়ার ঘটনায়, দু’টি মামলায় নিহত চার ডাকাতসহ অজ্ঞাতনামা প্রায় ১২শ গ্রামবাসীকে আসামি করে মামলা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) চৌধুরীডাঙ্গী গ্রামের মমিন খা বাদী হয়ে কোতয়ালি থানায় এ মামলা করেন।



এর আগে, গণপিটুনিতে ডাকাত সন্দেহে চারজনের মৃত্যু হওয়ায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা প্রায় ১২শ গ্রামবাসীকে আসামি করে একটি মামলা করে।

কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাংলানিউজকে জানান, গণপিটুনিতে নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। পরিবারের লোকজন সনাক্ত করার পরই মরদেহগুলো হস্তান্তর করা হয়। অন্য একটি মরদেহ বেওয়ারেশ হিসাবে শহরের আলীপুর গোরস্থানে দাফন করা হয়েছে।

নিহতরা হলেন- জেলার বোয়ালমালী উপজেলার চতর ইউনিয়নের খাড়াপাড়া গ্রামের ছালাম সেকের ছেলে খোকন ওরফে ইয়াছিন (৩৮), একই ইউনিয়নের চরকান্দি গ্রামের কাওছার মীরের ছেলে তুষার মীর (৩৩) ও বাঘেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া গ্রামের সৈয়দ আলী সেখের ছেলে সোহেল সেখ (৩০)।

শনিবার (১৪ নভেম্বর) ভোর রাতে ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নের চৌধুরীডাঙ্গী গ্রামের মমিন খার বাড়িতে ডাকাতির ঘটনায়, এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাত দলের চার সদস্য নিহত হন। এসময় ডাকাতদের হামলায় ছয় গ্রামবাসী আহত হন।

এসময় পুলিশ তিন রাউন্ড গুলি, ম্যাগজিন ও ডাকাতদের ব্যবহৃত একটি নাইন এম এম পিস্তল উদ্ধার করে।

** ফরিদপুরে গণপিটুনিতে ৪ ডাকাত নিহত

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।