ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
গাজীপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরে ইসমাইল হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গাজীপুরের একটি আদালত।

রোববার (১৫ নভেম্বর) সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।



দণ্ডপ্রাপ্ত ইসমাইল গাজীপুর সিটি করপোরেশনের উত্তর খাইলকুর এলাকার আব্দুল রহম আলীর ছেলে।

গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. মকবুল হোসেন কাজল বাংলানিউজকে জানান, ২০১১ সালের ২৯ জানুয়ারি গাজীপুর ইসমাইল হোসেনের ঘর থেকে বস্তায় ভর্তি ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় মাদক ব্যবসায়ী ইসমাইলকে হাতেনাতে আটক করা হয়।

পরে ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক একেএম কামরুল ইসলাম বাদী হয়ে ইসমাইল হোসেনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল কবীর ওই বছরের ৪ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রোববার ইসমাইল হেসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।

বালাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আরএস/আরএইচএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।