ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

৩ ওয়ার্ড কমিশনারকে সাময়িক বরখাস্ত

স্পেপশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
৩ ওয়ার্ড কমিশনারকে সাময়িক বরখাস্ত

ঢাকা: নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের তিন ওয়ার্ড কমিশনারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এরা হলেন-২১ নম্বর ওয়ার্ডের হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ডের সুলতান আহমেদ ভূঁইয়া ও ২৫ নম্বর ওয়ার্ডের এনায়েত হোসেন।



রোববার (১৫ নভেম্বর) বিকেলে তাদের বরখাস্ত করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ সচিব আব্দুর রউফ বাংলানিউজকে জানান, ফৌজদারী আইনে দায়ের করা মামলায় আদালত এই তিন কমিশনারের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) ১২ (১) ধারা অনুযায়ী তাদের বরখাস্ত করে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএমএ/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।