ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
সাভারে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে সিএনজি অটোরিকশা চাপায় জুলহাস মিয়া নামে এক বৃদ্ধ মারা গেছেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে সাভারের হেমায়েতপুর তেঁতুলঝোড়া এলাকার ধল্লা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।



জানা যায়, বিকেলে সিঙ্গাইর এলাকায় জুলহাস মিয়া ধল্লা ব্রিজের উপর দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় সামনে থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ডিউটি অফিসার বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।