ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সবার কাছে পৌঁছাবে ‘ভ্যাট চেকার’

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
সবার কাছে পৌঁছাবে ‘ভ্যাট চেকার’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভ্যাট ফাঁকি রোধে ‘ভ্যাট চেকার’ অ্যাপকে মাঠ কর অফিসের মাধ্যমে সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
রোববার (১৫ নভেম্বর) এনবিআর’র সম্মেলন কক্ষে ভ্যাট চেকার অ্যাপ তৈরির চার হিরোকে সংবর্ধনা দেওয়ার পর এ প্রতিশ্রুতি দেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।


 
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র (এমআইএসটি) তিন শিক্ষার্থী ও বুয়েটের এক শিক্ষার্থী সম্প্রতি এ অ্যাপটি তৈরি করেছেন।
 
তারা হলেন- এমআইএসটি’র বিমান প্রকৌশল বিভাগের জোবায়ের হোসেন, মার্সিয়া প্রভা ও নিশান ইশতিয়াক এবং বুয়েটের সিইসি বিভাগের আশিক কামাল তুর্য।
 
এ অ্যাপ ব্যবহার করে যে কেউ নিজ অ্যানড্রয়েড মোবাইল ফোনে চেক করে নিতে পারবেন, তিনি যে ভ্যাট দিচ্ছেন তা সরকারি কোষাগারে জমা হচ্ছেন কিনা।
 
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের আমন্ত্রণে চার ভ্যাট হিরো এনবিআরে হাজির হন। পরে তারা অ্যাপটির বিভিন্ন দিক তুলে ধরেন ও অভিজ্ঞতা বিনিময় করেন।
 
এ বিষয়ে দল নেতা জোবায়ের হোসেন বাংলানিউজকে বলেন, আমরা শিক্ষার্থী। অ্যাপটি সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়। এনবিআর মাঠ কর অফিসের মাধ্যমে সব মানুষের কাছে অ্যাপটি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি। অ্যাপটি সবার কাছে পৌঁছে গেলে, সহজে ভ্যাট ফাঁকি রোধ হবে।
 
জোবায়ের আরও বলেন, ফেসবুকে ভ্যাট ফাঁকির বিভিন্ন পোস্ট দেখতাম। ভোক্তা ভ্যাট দিচ্ছে, অথচ তা সরকারি কোষাগারে জমা হচ্ছে না। এ নিয়ে কিছু করতে হবে, এ মানসিকতা থেকেই অ্যাপটি তৈরি করি। গবেষণাসহ অ্যাপটি তৈরি করতে প্রায় ১ মাস লেগেছে।
 
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন,এ চার জন আমাদের ভ্যাট হিরো। তারা নিজ আগ্রহে দেশের রাজস্ব আদায়ে সহায়তা করতে অ্যাপটি তৈরি করেছেন।
 
তিনি বলেন, চার হিরোই ভ্যাট অনলাইন প্রকল্পে মাঠ কর অফিসকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা তাদের সব ধরনের সহযোগিতা করবো।
 
এ অ্যাপ ব্যবহার ও আমার সহকর্মীদের সহযোগিতা ভ্যাট আদায়ের ক্ষেত্রে সব অসম্ভবকে সম্ভব করবে, বলেন এনবিআর চেয়ারম্যান।
 
এ সময় জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আরইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।