ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে রোধে বকশীগঞ্জে মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
বাল্যবিয়ে রোধে বকশীগঞ্জে মতবিনিময় সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।



বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুরের পুলিশ সুপার (এসপি) নিজাম উদ্দিন।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর ও বকশীগঞ্জ থানার আয়োজনে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, ইউএনএফপিএ’র জেন্ডার অফিসার আকলিমা জেসমিন, বিশিষ্ট সমাজ সেবক হামিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা বিভাগের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাদের হোসেন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।