ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা ও বরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা ও বরের কারাদণ্ড ছবি: প্রতীকী

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার রোলা গ্রামে ৭ম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন করায় বর ইউসুফ (২২) ও কনের বাবা শফিজ উদ্দিনের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান এ আদেশ দেন।

এর আগে, পুলিশ কনের বাড়ি থেকে তাদের আটক করে।

রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই)  ইউনুস বাংলানিউজকে বলেন, ৭ম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে পিরোজপুর জেলার রানীপুরের মজিবর ফকিরের ছেলে ইউসুফের বিয়ের আয়োজন চলছিল।

খবর পেয়ে পুলিশ কনে, বর ও কনের বাবাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় আদালত কনের বাবা সফিজ উদ্দিন ও বর ইউসুফ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়। এছাড়া, কনেকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।