ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রভাষক শরিফুল ইসলাম মিল্টনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব শরীফা আহাম্মেদ স্বাক্ষরিত বরখাস্তের এ আদেশ দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান রোববার হাতে পান।

বিকেলে এ আদেশ ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম সদর ইউনিয়ন জামায়াতের আমির। তিনি অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলায় চার্জশিটভুক্ত আসামি।

২০১৪ সালে সরকার বিরোধী আন্দোলন চলাকালে গোপন বৈঠক করার সময় তৎকালীন দামুড়হুদা মডেল থানা পুলিশ আগ্নেয়াস্ত্র ও বোমাসহ ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলামকে আটক করে।

এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। পরে, ৮ আগস্ট মামলার চার্জশিট দেয় তদন্তকারী কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।