ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পিঠা মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
খাগড়াছড়িতে  পিঠা মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: নবান্ন  উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে পিঠা মেলা ও প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
 
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি যৌথভাবে এ মেলার আয়োজন করে।

 
 
মেলায় সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ১৬টি স্টল দেওয়া হয়েছে। ভাঁপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, বিন্নি পিঠা, চোঙ্গা পিঠা, পাকুইশ পিঠা, দুধ পুলি, কলা পিঠাসহ প্রায় ১২০ রকমের পিঠা স্থান পেয়েছে মেলায়।
 
পিঠা মেলা উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম হয়েছে পুলিশ লাইন স্কুল, দ্বিতীয় হয়েছে যৌথভাবে খাগড়াছড়ি জেলা পরিষদ ও খাগড়াছড়ি রিজিয়ন এবং তৃতীয় হয়েছে আনন্দ।
 
এর আগে, মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য কংজরী চৌধুরী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোল্লা মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না, জেলা পরিষদ সদস্য নিগার সুলতানা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।